Happy birthday sms for girlfriend in bengali
Choose our best birthday wishes in bangla from here and give her a surprising sms.
অতীতের সব দুঃখজনক ঘটনাকে ভুলে যাও…
মন দাও বর্তমানের দিকে..
অনেক অনেক খুশির জোয়ার আসুক তোমার জীবন জুড়ে…
শুভ জন্মদিন….
অতীতের সব না পাওয়া গুলো ভুলে গিয়ে আগামীর স্বপ্নগুলো সত্যি করার পথে এগিয়ে চলো…
শুভ জন্মদিন..
…………………………………………………………..
অভিমানের মেঘ ভাসিয়ে দাও
অনেক দুরে,
মন খারাপের দিনটা তোমার না আসুক ফিরে,
দুঃখগুলো দাও উড়িয়ে ওই আকাশের নীড়ে,
অসীম সুখ বয়ে আসুক
তোমার জীবন জুড়ে…
শুভ জন্মদিন…
………………………………………………………….
আজ জন্মদিনে তোমার দিনটা প্রচুর মজা ,
আনন্দ ও সুন্দর মুহুর্তে ভরে উঠুক এই কামনাই করি
…শুভ জন্মদিনের অভিনন্দন !
…………………………………………………………………..
আজ বাতাসে সুবাসিত স্নিগ্ধতা,
পাখিরা সারি সারি গাইছে গান,
প্রকৃতি নতুন করে হয়েছে রঙিন,
ফুলেরা সব ফুটেছে বাগানে,
আজ আমার সবচেয়ে প্রিয় মানুষের জন্মদিন….
“শুভ জন্মদিন”

………………………………………………………………………………
আজ বাতাসে সুবাসিত স্নিগ্ধতা,
পাখিরা সারি সারি গাইছে গান,
প্রকৃতি হেলে দুলে হয়েছে রঙিন,
ফুলেরা সব ফুটেছে বাগানে,
আজ আমার কাছের প্রিয় মানুষের জন্মদিন.
শুভ জন্মদিন
…………………………………………………………………..
আজকের এই দিনটির জন্য একটা বছর ধরে ওয়েট করছি…
কারন এই স্পেশাল দিনে সৃষ্টিকর্তা তোমাকে পৃথিবীতে স্পেশাল করে আমার জন্য পাঠিয়েছে
…… শুভ জন্মদিন…..
………………………………………………………..
আজকের এই বিশেষ দিন-এ হয়ে ওঠ আরও নবীন,
ভালোবেসে জানাই তোমায় শুভ জন্মদিন !
………………………………………………………
আজকের এই রাত-তোমার জন্য দেখে আনুক সুখময়
নতুন এক প্রভাত,
আজকের এই দিন-তোমার জন্য হোক কষ্টহীন,
আজকের এই সময়-টা সুধু তোমার জন্য
আর তো কারো নয়..জানায় শুভ জন্মদিন-
তোমার জন্যে আজ পৃথিবীটা হয়ে যাক রঙিন..
শুভ জন্মদিন!

………………………………………………………..
আজকের দিনটা ভরে উঠুক ভালবাসা আর উৎসাহে ,
আশা করছি সব প্রিয়জনেরা পাশেই আছে।
জীবনে আরো উন্নতি ,সৌভাগ্য ,
ঐশ্বর্য আসুক এই কামনাই করি।
শুভ জন্মদিন 🙂
…………………………………………………………….
আজকেরই এই দিনে
সবকিছু হউক নতুন করে,
সুখের স্মৃতিটুক থাক কাছে
দু:খগুলো যাক দুরে।
জড়া জীর্ণ অতীতটাকে
রেখোনা আর মনে
নব উদ্দমে কাজ করো
নতুন এই দিনে।
……………………………………………………………………..
আমার জীবনের সেরা সময় তোমার মত প্রাণবন্ত বন্ধুর সাথে বড় হওয়া
…জীবনকে বর্ণময় করে তোলার জন্য ধন্যবাদ!..শুভ জন্মদিন ..

………………………………………………………….
আমি কৃতজ্ঞ এই দিনটার প্রতি !
কারণ আজকের দিনটায় তুমি জন্মেছিলে,
যার মতো ভালো বন্ধু ও মানুষ
আমি জীবনে কমই পেয়েছি।
শুভ জন্মদিন !
…………………………………………………….
আর একটা বছর এসে গেল, বেড়ে যাবে আর একটা মোমবাতি,
কাল ও ছিলাম আজ ও আছি তোমার জন্মদিনের সাথী !
হ্যাপি বার্থডে !
0 Comments